এন্ড্রু কিশোরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

এন্ড্রু কিশোরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সোমবার সন্ধ্যায় এক শোকবার্তায় রাষ্ট্রপতি এই শিল্পীর আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত এন্ড্রু কিশোর টানা নয় মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন দেশে ফেরেন। এরপর রাজশাহীতে বোনের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সন্ধ্যায় সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

সত্তরের দশকের শেষ থেকে প্রায় তিন যুগের ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া এন্ড্রু কিশোর একসময় পরিচিত ছিলেন ‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে।

‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙের ফানুস’ ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’র মতো বহু জনপ্রিয় গানের এই শিল্পী আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

Comment here