নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার ফলে মাটি ও পানিতে ভাসছে তেল, শঙ্কা দেখা দিয়েছে অগ্নিকাণ্ডের। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাজগাঁও রেলওয়ে স্টেশনের বিয়ালিবাজার এলাকায় এঘটনা ঘটে। এতে আটকা পড়েছে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন।
স্থানীয় বাসিন্দা সমসু মিয়া জানান, বিকট শব্দে বাড়ি থেকে বের হয়ে দেখেন তেলবাহী ট্রেন পড়ে আছে। তখন পরিচিত একজনকে ফোনে মাইজগাঁও স্টেশন মাস্টারকে বিষয়টি জানাতে বলেন।
জানা যায়, ট্রেনের ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যার ৪টি থেকে তেল মাটিতে পড়তে থাকে। এমনকি পার্শ্ববর্তী ডোবা-নালায়ও ভাসতে থাকে তেল। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে অগ্নিকাণ্ডের আতঙ্ক। দুর্ঘটনা এড়াতে মসজিদে মাইকিং করেছেন স্থানীয়রা।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ঘণ্টায় দৃশ্যমান কোনো উদ্ধার প্রক্রিয়া শুরু হয়নি।
এ বিষয়ে মাইজগাঁও স্টেশন মাস্টার পার্থ তালুকদার জানান, কন্ট্রোলরুমকে বিষয়টি জানানো হয়েছে। মাইজগাঁও স্টেশনে উপবন এক্সপ্রেস ট্রেন আটকা পড়ায় জনরোষে পড়েছেন বলে জানান তিনি। তবে কখন ওয়াগনগুলো উদ্ধার হবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল আজিজ বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে, ইতোমধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের কয়েকটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।’
Comment here