এবার করোনায় আক্রান্ত পুলিশ কর্মকর্তা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

এবার করোনায় আক্রান্ত পুলিশ কর্মকর্তা

ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব থানার এক উপপরিদর্শক (এসআই) করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার ভৈরব উপজেলা করোনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা বিষয়টি নিশ্চিত করেন।

ইউএনও জানান, গতকাল বৃহস্পতিবার ভৈরব থেকে করোনা সন্দেহে পাঁচজনের নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিটে  (আইইডিসিআর) পাঠানো হলে চারজনের করোনা নেগেটিভ আসে। তবে ওই পুলিশ কর্মকর্তার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।

লুবনা ফারজানা আরও জানান, ওই পুলিশ কর্মকর্তার করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থানার অন্য পুলিশ অফিসারসহ ১৯ জন ও পাঁচ চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। দেশের এমন পরিস্থিতিতে এক সঙ্গে ১৯ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টিনে পাঠানোর পর এলাকার আইনশৃঙ্খলা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ বিভাগকে।

পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও চিকিৎসা বিভাগের সমন্বয়ে গঠিত উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা শেষে ভৈরব উপজেলা লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comment here