মানবতার সেবায় বৈরি আবহাওয়াও থামাতে পারেনি জেলা প্রশাসক,মো. মতিউল ইসলাম চৌধুরীকে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মানবতার সেবায় বৈরি আবহাওয়াও থামাতে পারেনি জেলা প্রশাসক,মো. মতিউল ইসলাম চৌধুরীকে

মাহামুদ হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জলেভাসা মান্তা জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেছেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। বৃষ্টিবর্ষা উপেক্ষা করে শনিবার দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার এলাকায় গিয়ে ৮৬টি মান্তা পরিবারের হাতে তিনি এ কম্বল তুলে দিয়েছেন।
তিব্র শীতে কম্বল পেয়ে খুশিতে আত্মহারা মতিজান বিবি বলেন, ‘বাবারে আমাগো খবর কেউ রাহে না। এই শীতে পোলাপান (ছেলে- মেয়ে) লইয়া অনেক কষ্ট করছি। তরের (ডাঙা) মানুষের চেয়ে গাঙের মানুষের শীতে কষ্ট বেশি। স্যারে আমাগো কষ্ট-দুঃখ বুঝছে। কম্বল পাইয়া আমাগো সবাই অনেক খুশি।’
শীতবস্ত্র বিতরণকালীন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, ‘শীতার্ত মানুষের পাশে আছে সরকার। এরই ধারাবাহিকতায় মান্তা জনগোষ্ঠীকেও কম্বল দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মান্তা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। মান্তা সম্প্রদায়কে জলের জীবন থেকে স্থলে আনার জন্য পরিকল্পনা রয়েছে আমাদের। তাদের বসবাসের জন্য একটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণের প্রক্রিয়া চলছে।’
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ ও চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান আবু হানিফ মিয়া প্রমুখ।

Comment here