জয়ন্ত সাহা যতন : সুন্দরগঞ্জে দূর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হওয়া রাজমিস্ত্রি উত্তম কুমার দেবনাথের হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র (একটি কুড়াল, একটি বেকি ও দুটি ছুরি) উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেলে উত্তম কুমার দেবনাথের বাড়ির পেছনের পুকুর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসব অস্ত্র উদ্ধার করে।উদ্ধার অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান, পৌর কাউন্সিলর এমদাদুল হকসহ ফায়ার সার্ভিসের কর্মীরাসহ কৌতহলী স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, বৃহস্পতিবার সকালে ওই পুকুরে আলামত খুঁজতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৪টি ডিজেল চালিত শ্যালোমেশিন বসিয়ে পুকুর ছেঁচার কাজ শুরু করে। বিকেলে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়।উল্লেখ, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে স্ত্রীর হাত-পাঁ ও মুখ বেঁধে রেখে স্বামী উত্তম কুমার দেবনাথকে (৩২) গলা কেটে হত্যা করে পালিয়ে যান দূর্বৃত্তরা। এসময় তাঁর স্ত্রী ললিতা রাণীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটেঁ এসে উত্তমের গলাকাটা লাশ দেখতে পান।
পরে ললিতা রাণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান প্রতিবেশিরা।নিহত উত্তম কুমার দেবনাথ পেশায় একজন রাজমিস্ত্রি এবং সুন্দরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড তাঁতী পাড়া গ্রামের নিবারুণ চন্দ্র দেবনাথের ছেলে। এ ঘটনায় থানায় অজ্ঞাত পরিচয় ৩ জনকে আসামী করে ১টি হত্যা মামলা দায়ের করেছিলেন নিহতের বড় ভাই গোপাল চন্দ্র দেবনাথ।ঘটনার পর থেকেই নিহতের স্ত্রী ললিতা রানী (১৫) কে সন্দেহ করছিল সবাই। সে কারনেই ললিতা রানীকে গোপনে আটক করেছিল সুন্দরগঞ্জ থানা পুলিশ। তার দেয়া তথ্য মতে গত ভোর রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তাঁতী পাড়াস্থ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয় ললিতা রানীর সাবেক প্রেমিক স্বদেশ সরকারকে। স্বদেশ ঐ পাড়ার শম্ভু চন্দ্র সরকারের ছেলে। স্বদেশের দেয়া তথ্যমত উল্লেখিত দেশীয় অস্ত্র গুলো উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
Comment here