'সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম' চালু করেছে দারাজ বাংলাদেশ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

‘সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালু করেছে দারাজ বাংলাদেশ

[ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৩]: অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও উন্নত করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ‘সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামটি দারাজের বিক্রেতা ও প্ল্যাটফর্মের সেবা উন্নত করতে সহায়তা করবে। এর পাশাপাশি পণ্যের সর্বোচ্চ মান বজায় রাখতে সাহায্য করবে।

 

সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ই-কমার্সে আস্থা বাড়ানোর জন্য একটি উপযোগী মাধ্যম। এখানে নির্দিষ্ট মানদণ্ডের বিপরীতে বিক্রেতাদের বার্ষিক কর্মক্ষমতা মূল্যায়ন করা হয়। যেসব বিক্রেতারা এই মানদণ্ডগুলি পূরণ করতে পারে না তারা একটি ইনকিউবেশন পর্বের মধ্য দিয়ে যায়, এবং সেই সময় এর মধ্যে উন্নতি করতে না পারলে প্ল্যাটফর্ম হতে তাকে বাদ দেয়া হয়। এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশ লিমিটেডের কমার্শিয়াল ডিরেক্টর কামরুল হাসান বলেন, “দারাজ-এ, আমরা আমাদের গ্রাহকদের সেরা পরিষেবা দেওয়ার জন্য এবং আমাদের বিক্রেতাদের সাথে একটি দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি ধারাবাহিকভাবে সঠিক পণ্য, সঠিক সময়ে এবং সঠিক উপায়ে সরবরাহ করলে ক্রেতার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই লক্ষ্যের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ই-কমার্সের প্রতি গ্রাহকের আস্থা বাড়াতে এবং এই সেক্টরের উজ্জ্বল ভবিষ্যত তৈরি করতে সাহায্য করবে।”

দারাজ বিশ্বাস করে প্রোগ্রামটি বিক্রেতাদের সহযোগিতায় গ্রাহকের সঙ্গে একটি সুন্দর ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

শেষ

দারাজ:

২০১৪ সালে প্রতিষ্ঠিত দারাজ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম। দারাজ বিশ্ব মানসম্পন্ন মার্কেটপ্লেস প্রযুক্তির মাধ্যমে ৬ লাখের বেশি সেলারের ক্ষমতায়নে ভূমিকা রাখছে। পাশাপাশি, সেলারদের এ অঞ্চলের দ্রুত বর্ধনশীল ৫০ কোটি গ্রাহকের সাথে যুক্ত করতে কাজ করে যাচ্ছে দারাজ। দারাজ এক্সপ্রেসের মাধ্যমে ব্র্যান্ডটি বাজারের সবচেয়ে কার্যকরী ও ডিজিটালাইজড লজিকটিকস অবকাঠামো পরিচালনা করছে। দারাজের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার ৫ কোটি ক্রেতা ও ব্যবসাকে সেবা প্রদান করা।

বিস্তারিত জানতে ভিজিট করুন- www.daraz.com

Comment here