ঢাকাসমগ্র বাংলা

সোহরাওয়ার্দী হাসপাতালের আরও ৫ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক ; শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলোজি বিভাগের এক্সরে টেকনোলোজিস্ট ও দুজন আয়াসহ আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের কারও শরীরেই কোনো উপসর্গ দেখা দেয়নি। তারা সবাই হোম কোয়ারেন্টিনে ছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন মেডিকেল টেকনোলজিস্ট মুঠোফোনে দৈনিক মুক্ত আওয়াজ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত।

তিনি বলেন, ‘গত ১৯ এপ্রিল হাসপাতালের প্রথম চিকিৎসকের করোনা শনাক্তের পরই আমরা হোম কোয়ারেন্টিনে এসেছি। এরপর গত ২৩ এপ্রিল আমাদের পরীক্ষা করা হয়েছে। আজ তার রিপোর্ট দিয়েছে।’

এই মেডিকেল টেকনোলজিস্ট আরও বলেন, ‘আমরা রেডিওলোজি বিভাগের দু’জন, এক্সরে টেকনোলোজিস্ট ও দু’জন আয়াসহ ও এক ল্যাব সহকারীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আমরা সবাই নিজ নিজ বাসাতেই আইশোলেশনে আছি।’

এর আগে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঁচজন চিকিৎসক কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছিলেন হাসপাতালের সহকারী পরিচালক কে এম মামুন মোর্শেদ। এ ছাড়া গত শনিবার গাইনি বিভাগের একজন নারী মেডিকেল অফিসার, মেডিসিন বিভাগের দুজন পুরুষ মেডিকেল অফিসারের করোনাভাইরাস পজিটিভি আসে।

 

Comment here

Facebook Share