স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ বেশি : স্বাস্থ্যমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ বেশি : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যখাতে ‘বাইরের পদক্ষেপ ও হস্তক্ষেপ বেশি’ বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

জাহিদ মালেক বলেন, ‘আমাদের স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ, বাইরের ইনফ্লুয়েন্সটা (প্রভাব) অনেক বেশি। এটা কমাতে হবে। এটা কমানো হলে আমরা আরও ভালোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারব।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা যেখানে অন্যায় দেখছি, সেখানে আমরা ছাড় দিচ্ছি না। এটা আপনারাও দেখছেন। দুটি প্রতিষ্ঠান অন্যায় করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। যেখানেই অন্যায় ঘটবে সেখানেই আইনের আওতায় আনা হবে।’

সরকারের এ মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের নজরে এসেছিল, আমরা সেখানে পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি। যিনি সরবরাহকারী তাকে যেমন সৎ হতে হবে। ঠিক তেমনি যিনি ক্রেতা তারও সৎ হওয়া উচিত। আমরা যারা বিভিন্ন পর্যায়ে কাজ করি, তাদেরও আমি বলব, ইন্টারফেয়ারটা কম করার জন্য। সমস্যা এক জায়গায় না, সমস্যা সব জায়গায় রয়েছে। সব জায়গা শুদ্ধ হওয়া দরকার।’

সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে অধীনস্ত দপ্তর ও সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদনের এ চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়।

Comment here