রুবেল শিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীয বীরপ্রতীক বলেছেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করতে নারকীয় গ্রেনেড হামলা করেছে বিএনপি-জামায়াত জোট সরকার। ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকান্ডের সাথে জিয়াউর রহমান যেমন জড়িত ঠিক ২১শে আগস্টের হত্যাকান্ডের সাথে খুনি তারেক রহমান জড়িত। ১৫ আগস্ট আর একুশে আগস্টের হত্যাকান্ড একই সুত্রে গাথা। সারাজীবন ক্ষমতায় থাকতে খালেদা-তারেক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালায়।
আল্লার অশেষ রহমতে নেতাকর্মীদের মানবঢালে সেদিন শেখ হাসিনা প্রাণে বেঁচে যান। বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ শে আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশকে ক্ষুদা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অক্ষরে অক্ষরে পূরণ করা হচ্ছে। দেশ দুর্বার গতিতে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে রূপগঞ্জ উপজেলার ভুলতায় ফ্লাইওভার হয়েছে। শীতলক্ষ্যা নদীতে সেতু হয়েছে। রাস্তা ঘাট, স্কুল, কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে আরো হবে।
আমরা এদেশের উন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধুকে খুজে পাব।’ অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল ভুঁইয়া, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আউয়াল মোল্লা, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাত্তার চৌধুরী, সাংগঠনিক আলী আকবর, মোবারক,সেলিনা আক্তার রিতা রুহুল আমীন, শাহবুদ্দিন ভুইয়াসহ অনেকে।
Comment here