এম এ সালাম রুবেল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠাকুরগাঁও বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিলটি ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা- আবরার ফাহাদ হত্যাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির ছাত্র দলের সভাপতি মোঃ কায়েস, সহ সভাপতি মোঃরেজু,সাধারন সম্পাদক মোঃঅহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবু,জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা,জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ আলম লাবু, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, বিএনপি সহ ছাত্রদল ও যুবদলের নেতারা।
 
            

 
                                 
                                
Comment here