হঠাৎ এমন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ। কিশোরগঞ্জ থেকে ঢাকাসহ বিভিন্ন রুটের শতশত যাত্রীদের ভীড় জমে আছে জেলা সদরের সকল বাসষ্ট্যান্ডগুলোতে।

তারা আরও জানান চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত করা, ৩০২ ধারার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, পুলিশি হয়রানি বন্ধ, ওয়েজ স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল করার দাবি জানান।
কিশোরগঞ্জ জেলা মালিক পরিবহন সমিতির আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন জানান, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন মেনেই তো গাড়ি চলবে। সকাল থেকে বিভিন্ন রুটের কিছু সংখ্যক চালক গাড়ি চালানো বন্ধ রেখেছে। তাতে সাধারণ যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। তাই এ ব্যাপারে আমরা জেলা মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের সাথে আলোচনা চালাচ্ছি। তারপর আমরা শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে কথা বলব। আলোচনা শেষে হয়তো একটা সিদ্ধান্তে পৌঁছা যাবে বলে জানিয়েছেন।
Comment here