কুড়িগ্রামে আদালতের নির্দেশে ১৯ দিন পর কবর থেকে কলেজ শিক্ষকের মরদেহ উত্তোলন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কুড়িগ্রামে আদালতের নির্দেশে ১৯ দিন পর কবর থেকে কলেজ শিক্ষকের মরদেহ উত্তোলন

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রশিদের মরদেহ ১৯ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। তাকে ওই উপজেলার বালাটারী গ্রামে দাফন করা হয়েছিলো।মঙ্গলবার (১৬ জুন)সকালে নাগেশ্বরী থানা পুলিশ একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রশীদ তার ২য় স্ত্রীর সঙ্গে দেখা করতে ফুলবাড়িতে গেলে সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
পরে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়। পরে এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে মামলা দায়ের করেন।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ(ওসি) রওশন কবীর জানান, আদালত নিহতের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার(১৬ জুন) কবর থেকে মরদেহ উত্তোলন করে।

Comment here