গাজীপুর থেকে মনির হোসেন: গাজীপুর সিটি কর্পোরেশনের মেঘডুবি এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে এক যুবক (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চার যাত্রী।
সোমবার (৩ জুন) সকালে মেঘডুবি এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল উদ্দিন রাশেদ জানান, মেঘডুবি এলাকায় মিরেরবাজারগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত হয়েছে।
তিনি অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। আহত হয়েছেন আরও চারজন। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে বলেও জানান এসআই জামিল উদ্দিন রাশেদ।
Comment here