নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দিনাজপুরের বিরামপুরে আট বছরের এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। ওই শিশুর শরীরে জ্বর, শ্বাসকষ্ট, সর্দিসহ করোনাভাইরাসের সকল উপসর্গ দেখা গেছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশুরটির বাড়ি হাকিমপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী একটি গ্রামে। গত সাত দিন ধরে সে জ্বর, শ্বাসকষ্ট, সর্দিতে আক্রান্ত।
শিশুটির নমুনা সংগ্রহ করে আজ মঙ্গলবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
জানতে চাইলে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, এই শিশুটিই দিনাজপুরে আইসোলেশনে ভর্তি হওয়া প্রথম রোগী।
Comment here