দেশের যে ১০ জেলা এখনো করোনা মুক্ত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

দেশের যে ১০ জেলা এখনো করোনা মুক্ত

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাস থাবা বসিয়েছে বাংলাদেশেও। ভাইরাসটি ইতিমধ্যে দেশের ৫৪টি জেলায় ছড়িয়ে পড়েছে। তবে করোনার সংক্রমণ থেকে এখনো দেশের ১০টি জেলা মুক্ত রয়েছে। ওই জেলাগুলোতে এখনো পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

আজ সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যমতে, দেশের ৬৪টি জেলার মধ্যে ১০টি জেলা কোভিড-১৯ মুক্ত। জেলাগুলো হলো- খাগড়াছড়ি, রাঙামাটি, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, নাটোর, ভোলা, মেহেরপুর, মাগুরা ও ঝিনাইদহ।

আইইডিসিআরের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৪৮ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০১ জনের। আর আক্রান্তদের মধ্যে ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Comment here