৩০ জুন পর্যন্ত বিদেশে টাকা পাঠাতে অনুমতি লাগবে না - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

৩০ জুন পর্যন্ত বিদেশে টাকা পাঠাতে অনুমতি লাগবে না

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য টাকা পাঠানোর সময়সীমা বাড়ানো হলো। চিকিৎসা, পড়াশোনা এবং ভ্রমণের জন্য চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া কোনো টাকা পাঠানো সম্ভব ছিল না। করোনাভাইরাসের কারণে বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের জন্য অনুমতি ছাড়া খরচ পাঠানোর জন্য চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এবার তা আরও বাড়ানো হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের কারণে অনেক বাংলাদেশি বিভিন্ন কারণে বিদেশে গিয়ে আটকে পড়েছেন এবং নানা সমস্যায় পড়েছেন। তাদের সহায়তার জন্য আর্থিক সরবরাহ নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ফলে এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে।

Comment here