এন এম সরকার পলাশবাড়ী গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে পুর্ব শত্রুতার জেরধরে পরিকল্পিত ভাবে বসত ভিটার ৭টি গাছ ও বাস কর্তন করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা যায় ৪নং বরিশাল ইউনিয়নের উত্তর সাবদিন (পগাইল)গ্রামের আমজাদ হোসেন গংদের সাথে দির্ঘদিন ধরে জমিজমার বিষয় নিয়ে বিরোধ চলিয়া আসতেছিল, এর ধারাবাহিকতায় ৯ মার্চ সোমবার দুপুর ১২ ঘটিকার সময় (১) রফিকুল ইসলাম,(২)রুমান মিয়া,(৩)রিজন মিয়া,(৪)রুপালী বেগম,গং’রা পুর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে ৭টি মেহগনি ও ২টি আম গাছ ও বাস কর্তন করিয়া ৫০০০/= (পাঁচ হাজার) টাকার ক্ষতি সাধন করে।
প্রাককালে বাদি গং’রা বাঁধা দিলে হত্যার উদ্দেশ্যে বিবাদিরা ধাওয়া করে, বাদিরা আত্নরক্ষারর্থে পালিয়ে যায়। আমজাদ হোসেনের স্ত্রী আফরুজা বেগমকে একা পেয়ে এলোপাথাড়ি মারপিট করে।
এমতাবস্থায় বাদি আফরুজা বেগম পলাশবাড়ী উপজেলা সাস্থ কমপপ্লেক্স ভর্তি আছে। এ বিষয়ে আফরুজা বেগম বাদি হয়ে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
 
            


 
                                 
                                 
                                
Comment here