ভিডিও বার্তায় মুজিববর্ষের অনুষ্ঠানে অংশ নেবেন মোদি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

ভিডিও বার্তায় মুজিববর্ষের অনুষ্ঠানে অংশ নেবেন মোদি

নিজস্ব প্রতিবেদক : ভিডিও বার্তার মাধ্যমে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বুধবার দিল্লির হায়দরাবাদ হাউজে সফররত বাংলাদেশের ২০ সাংবাদিকের প্রতিনিধি দলকে এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

পররাষ্ট্র সচিব বলেন, ‘আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেকর্ডকৃত ভিডিও বার্তা দেবেন।’

এর আগে মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে তার সফর বাতিল করা হয়।

নরেন্দ্র মোদি ছাড়াও মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বন্ধুপ্রতিম দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসছেন না।

এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত পরিসরে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেক হুন সেন, ইউনেস্কোর সাবেক মহাসচিব ইরিনা বোকোভাসহ বেশ কয়েকজন বিদেশি অতিথির।

এ ছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কোঁতের থাকার বিষয়েও আলোচনা চলছিল।

Comment here