আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের কবলে পড়ে মার্চের ১৪ তারিখ থেকে ঘরবন্দি হয়ে আছে স্পেনের শিশুরা। এ অবস্থায় শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে কয়েকদিন থেকেই সরব দেশটির সরকার। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৭ এপ্রিল থেকে দেশটির শিশুরা বাইরে যেতে পারবে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ২৭ এপ্রিল থেকে শিশুরা ‘কিছু মুক্ত বাতাসে’ যেতে পারবে। গতকাল এ খবর দিয়েছে বিবিসি।
ইউরোপের যে কয়টি দেশ করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্পেন সেগুলোর অন্যতম। সবচেয়ে খারাপ অবস্থা ইতালির, এর পরই রয়েছে স্পেন। দেশটিতে এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আর প্রায় দুই লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সম্প্রতি দেশটির সরকার ভেঙেপড়া অর্থনীতি পুনরুদ্ধারে লকডাউন কিছুটা শিথিল করেছে। এর পরই শিশুদের ব্যাপারে সিদ্ধান্ত এলো।
স্পেনের সরকার জানিয়েছে, বদ্ধ ঘরে টানা অবস্থানে শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে, সে কারণেই তাদের মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বার্সেলোনার মেয়র আদা কলাউ কয়েকদিন আগে শিশুদের বাইরে বের হওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আবেদন জানিয়েছিলেন।
গত শনিবার সন্ধ্যায় টেলিভিশনে সম্প্রচারিত ব্রিফিংয়ে সানচেজ বলেছেন, স্পেন করোনা ভাইরাসের সবচেয়ে খারাপ সময় অতিক্রম করলেও সতর্কতায় বিন্দুমাত্র ঢিল দেওয়া যাবে না। তার কথায়, মহামারীর নৃশংসতা এখনো চলছে।
তিনি আরও বলেন, স্পেনে চলমান সতর্কতামূলক ব্যবস্থার মেয়াদ আগামী ৯ মে পর্যন্ত বাড়ানো হতে পারে। এদিকে সংক্রমণ ‘মোটামুটি নিয়ন্ত্রণে আসায়’ স্পেন গত সোমবার থেকেই নির্মাণ ও উৎপাদন খাতের শ্রমিকদের কাজে ফেরার অনুমতি দিয়েছে। দেশটিতে লকডাউনের মূল নির্দেশনাগুলো এখনো বহাল থাকলেও খাবার ও ওষুধের দোকানে যেতে এবং জরুরি প্রয়োজনে প্রাপ্তবয়স্কদের ঘরের বাইরে বের হওয়ার অনুমতি রয়েছে।
 
            


 
                                 
                                
Comment here