স্যার বলেছেন - সরি এটা ভুল হয়ে গেছে, বরখাস্ত প্রসঙ্গে ডা. শারমিন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

স্যার বলেছেন – সরি এটা ভুল হয়ে গেছে, বরখাস্ত প্রসঙ্গে ডা. শারমিন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে কখনোই অস্বীকৃতি জানাননি বলে দাবি করেছেন রাজধানীর উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল থেকে সাময়িক বরখাস্ত চিকিৎসক জুনিয়র কনসালট্যান্ট (স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা) শারমিন হোসেন।

সামাজিক মাধ্যম ফেসবুকে রোববার লাইভে এসে নিজের অবস্থান ব্যাক্ষা করেন এই চিকিৎসক। সেখানে তিনি বলেন, ‘আমাকে সাসপেন্ড করা হয়েছে। কেন সাসপেন্ড করা হয়েছে, তা আমি কিছুই জানি না।’

ফেসবুক লাইভে ডা. শারমিন হোসেন বলেন, ‘আমার রোস্টার ছিল- ১ থেকে ৭ এপ্রিল। এ সময় আমি টানা রোস্টার করে ৭ এপ্রিল নাইট করে ৮ এপ্রিল সকালে বাসায় গিয়েছি। ৯ এপ্রিল আমার তত্ত্বাবধায়ক স্যার আমার সঙ্গে কোনোরূপ যোগাযোগ না করে আমার বিরুদ্ধে উনি স্বাস্থ্য অধিদপ্তরে নাম পাঠিয়েছেন- আমি নাকি কোভিড ১৯ রোগীদের চিকিৎসা দিতে রাজি নই অথবা ইচ্ছুক নই!’

শারমিন আরও বলেন, ‘আমি এ ধরনের কোনো কথা লিখিত বা মৌখিকভাবে স্যারের কাছে বা কারও কাছে প্রকাশ করেছি বলে আমার জানা নাই। আমি যখন জানলাম তখন আমি সাসপেন্ড। পরে আমার তত্ত্বাবধ্যায়ক স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করি- আমি কী এমন বলেছি আমি ডিউটি করতে ভয় পাচ্ছি বা ইচ্ছুক না?..স্যার বলেছেন- ‘সরি, এটা ভুল হয়ে গেছে। ঠিক করে দিচ্ছি।’ আমি তখন বলেছি, স্যার আমি একটা অ্যাপ্লিকেশন দেই; স্যার বললেন, ‘না, আমার একটা কলই যথেষ্ঠ।’

লাইভে শারমিন জানান, তিনি ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত কাজ করেন। রাতের পালার কাজ সেরে বাসায় ফেরেন সকালে। এক দিন পর তিনি জানতে পারেন তাকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া নিজের হাজিরা খাতার অনুলিপি নিয়ে রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. বেলাল হোসেনের সঙ্গে দেখা করেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বেলাল হোসেন বলেন, ডা. শারমিন তার সঙ্গে দেখা করেছিলেন। তাকে নিজের বক্তব্য লিখিতভাবে স্বাস্থ্যসচিবকে জানাতে বলা হয়েছে। এ ছাড়া বরখাস্তের আদেশ প্রত্যাহারের কোনো পরিকল্পনার কথা তিনি জানাতে পারেননি। তবে বলেছেন, হাসপাতাল থেকে তাদের বরখাস্ত করার সুপারিশ করা হয়েছিল। তদন্ত হবে, নির্দোষ প্রমাণিত হলে তারা নির্দোষ।

এদিকে এদিকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের বরখাস্ত অন্যান্য চিকিৎসকসহ ডা. শারমিনের ফেরার সুযোগ আছে বলে ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘সাময়িক বরখাস্তরা এখন আবেদন করলে তা বিবেচনার সুযোগ রয়েছে।’

 

Comment here