অন্য রকম আকর্ষণ,বাংলাদেশ ভারত ম্যাচ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রিকেটখেলাধুলা

অন্য রকম আকর্ষণ,বাংলাদেশ ভারত ম্যাচ

উপমহাদেশের সেরা দ্বৈরথ বলা হয় ভারত-পাকিস্তানের ম্যাচকে; কিন্তু দিন দিন দুদলের লড়াইয়ের উত্তেজনার পারদ যেন নিম্নমুখী। আগের মতো দুদলের হাড্ডাহাড্ডি লড়াইটা আর দেখা যায় না; জমে উঠছে না ম্যাচ। বিশ্বকাপের মঞ্চেও যেন খেই হারিয়ে ফেলছে এই দ্বৈরথ!

চলতি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচে তা দেখা গেছে। তবে ভারতের নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে উদয় হচ্ছে আরেক প্রতিবেশী বাংলাদেশ। দিন দিন ক্রিকেটে অনেক উন্নতি করছে টাইগাররা।

পঞ্চাশ ওভারের ক্রিকেটে এখন যথেষ্ট সমীহ জাগানিয়া তারা। বিশ্বকাপের মঞ্চেও দুর্দান্ত খেলছে বাংলাদেশ। চমৎকার পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে বিশ্বকে। সব মিলিয়ে ভারতের বিপক্ষে এখন শক্ত প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলতে পারে বাংলাদেশই।

ক্রিকেটার সোহাগ গাজী মনে করেনÑ এসব কারণে বাংলাদেশ-ভারত ম্যাচ আকর্ষণীয় হচ্ছে আরও। আজ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ উত্তেজনা-উত্তাপের বারুদ ছড়াবে। তুমুল লড়াই হবে। সোহাগ গাজীর মতে, এখনো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি ভারত। দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চাইবে তারা।

তবে ম্যাচ অত সহজ হবে না। যে পারফরম্যান্স উপহার দিচ্ছে বাংলাদেশÑ ম্যাচে কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না। দুদলের জয়ের সম্ভাবনা ফিফটি-ফিফটি। আগেও ভারতের বিপক্ষে বাংলাদেশ লড়াইয়ে ঝাঁঝ ছড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় ভারত-বাংলাদেশ লড়াইয়ের উত্তাপে ভোগেন দুদলের ক্রিকেটপ্রেমীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম উত্তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশ ওয়ানডে মর্যাদা পাওয়ার ১৪ বছর আগে বিশ্বকাপ জিতেছে ভারত। অনেক আগে থেকেই পরাশক্তি দল তারা। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে ভারতের বিদায় নিশ্চিত হওয়ার পর থেকে দুদলের লড়াইয়ের তর্ক-বিতর্কের অনেক উপাদান খুঁজে পাওয়া যায়। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।

সেবার ‘নো বল’ বিতর্ক, মাহমুদউল্লাহর আউট, মওকা মওকা বিজ্ঞাপন, ওয়ানডে সিরিজে মোস্তাফিজকে ধোনির ধাক্কা, বাংলাদেশকে শেবাগের ‘অডিনারি’ বলা, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের আগে মুশফিকের উদ্যাপনÑ ইত্যাদি কারণে দুদলের মুখোমুখি মানেই উত্তাপের বারুদ ছড়ায়। আরেকটি বাংলাদেশ-ভারতের ম্যাচ। এ ম্যাচের আগে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন বাংলাদেশের দর্শকরা।

কেননা সেমিফাইনালে যেতে ইংল্যান্ডের হার কামনা করেছিলেন তারা; কিন্তু ম্যাচের শেষ দিকে যেভাবে ব্যাটিং করে হেরেছে ভারত, তাতে সমালোচনা হয়েছে বিশ্বজুড়ে। ওই ম্যাচের পর এবার বাংলাদেশের সমর্থকরা ভারতের বিপক্ষে জয় চান মনেপ্রাণে। সেমিফাইনালে যেতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের। ভারতের বিপক্ষে জয় নাকি হারÑ সেটি আজ মাঠের লড়াইয়েই দেখা যাবে।

Comment here