অবশেষে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রিকেটখেলাধুলা

অবশেষে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : অনেক জল্পনা-কল্পনা শেষে পাকিস্তানে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। মোট তিন ধাপে তিনটি টি-টোয়েন্টি, ১টি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টাইগাররা। আজ মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলবে দুদল, যা অনুষ্ঠিত হবে লাহোরে। সিরিজ শেষ হওয়ার পর দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।

আগামী মাসের ৭ থেকে ১১ তারিখ রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচ শেষে ফের দেশে ফিরবে টাইগার বাহিনী।

৩ এপ্রিল একটি ওয়ানডে এবং ৫ থেকে ৯ এপ্রিল একটি টেস্ট খেলতে ফের করাচি যাবে বাংলাদেশ।

সিরিজের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি এক বিবৃতিতে বলেন, ‘আমি খুব খুশি, আমরা একটা বন্ধুত্বপূর্ণ সমাধানে এসেছি। আমরা ক্রিকেটের দুই গর্বিত দেশ একটা সুন্দর সমাধানে পৌঁছেছি। আমরা আইসিসি চেয়ারম্যান শশাংক মনোহরকেও ধন্যবাদ জানাতে চাই।’

সিরিজটি নিয়ে সমাধানের আলোচনায় বর্তমানে দুবাই অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বিসিবি জানিয়েছে, স্বল্প সময়ের মধ্যে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

Comment here