বলিউডবিনোদন

অভিনেতা ঋষি কাপুর আর নেই

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার ঋষি কাপুর আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

সংবাদ সংস্থা পিটিআই এর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বিষয়টি জানিয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, গতকাল বুধবার ঋষি কাপুর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

ঋষি কাপুর তার স্ত্রী নিতু কাপুর, ছেলে রনবীর কাপুর ও মেয়ে ঋদ্ধিমা কাপুরকে রেখে গেছেন।

ঋষি কাপুর দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের চিকিৎসা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে ভারতে ফেরেন তিনি।

Comment here

Facebook Share