আজ পবিত্র শবে মেরাজ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আজ পবিত্র শবে মেরাজ

মোঃ আমিনুর রহমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :- আজ পবিত্র শবে মেরাজ। মুসলমানদের নামাজ ফরজ হওয়ার দিন। এই দিনই দিবাগত রাতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম      মেরাজে গিয়েছিলেন।
রবিবার (২২ মার্চ)  আজ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। ২৬ রজব বা ২২ মার্চ দিবাগত রাতে আজ সারাদেশে তথা পৃথিবীতে শবে মেরাজ পালিত হবে।
২৬ রজব দিবাগত রাতটি লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ নামে পরিচিত।
এই রাতে মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেন এবং সেখানে আল্লাহর কথা হয়। আর এই রাতেই নামাজ ফরজ করা হয় মুসলমানদের উপর। এজন্যই এই রাতটি গুরুত্বের পালন করা হয় এ পৃথিবীতে।
রজব মাসের মধ্য দিয়েই পবিত্র রমজান মাসের দিনক্ষণ শুরু হয়। রজব শুরু হওয়ার সাথে সাথেই মুসলমানগন রমজান মাসের প্রস্তুতি নিতে থাকেন। এজন্যই পবিত্র শবে মেরাজের গুরুত্ব অনেক বেশি।
এই রাত নামাজের রাত এবং দোয়া কবুলের রাত। পবিত্র কোরআন শরিফ তেলাওয়াতের রাত। তাই বেশি বেশি ইবাদত, তেলাওয়াত ও নামাজ পড়তে হবে।

Comment here