আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগকর্মী খুন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সমগ্র বাংলাসিলেট

আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগকর্মী খুন

সিলেট ব্যুরো : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীতে অভিষেক দে দ্বীপ নামে ছাত্রলীগের এক কর্মী খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর টিলাগড় এলাকায় এ ঘটনা ঘটে।

দ্বীপ শিবগঞ্জ সাদিপুর এলাকার দীপক দে’র ছেলে এবং নগরের গ্রীনহিল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। সে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রনজিত সরকারের অনুসারী বলে জানা গেছে।

তাকে হত্যার অভিযোগে সৈকত দে নামে আরেক যুবককে আটক করেছে পুলিশ। সৈকতও ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সরস্বতী পূজার শোভাযাত্রায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগকর্মী সৈকত দে এবং অভিষেক দে দ্বীপের ঝগড়া হয়। এ ঘটনার জেরে রাতে দ্বীপ তার অনুসারীদের নিয়ে সৈকতের ওপর হামলা করে। এ সময় সৈকত ও তার কয়েকজন সহযোগী পাল্টা হামলা চালিয়ে দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।

আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন দ্বীপকে।

এ ঘটনায় সৈকতকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আটকেরও চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Comment here