বিনোদন

আবারও কন্যার মা হলেন সালমা

বিনোদন প্রতিবেদক : আবারও কন্যা সন্তানের মা হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। গত ১ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে দ্বিতীয় কন্যার জন্ম দেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে সাফিয়া নূর।

সালমা বলেন, ‘বাবুর শরীরটা ভালো ছিল না। ওর জন্ডিস ধরা পরেছিল। তাই দৌড়ঝাপে কাউকে জানাতে পারিনি। এখন সে অনেকটা সুস্থ আছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

নতুন অতিথির আগমনে সালমার স্বামী সানাউল্লাহ নূর সাগরও দারুণ খুশি। তিনি বলেন, ‘আসলে এত ব্যস্ত ছিলাম যে কাউকে কিছু বলতে পারিনি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

গত বছর যুক্তরাজ্য প্রবাসী সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা। এটি সাগর-সালমা দুজনেরই দ্বিতীয় বিয়ে। সালমার প্রথম ঘরে স্নেহা নামে আরেকটি কন্যা সন্তান রয়েছে।

Comment here

Facebook Share