আবারও কমল স্বর্ণের দাম - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আবারও কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৪৯ টাকা কমে এখন ৭৭ হাজার ৯৯ টাকা ভরি। আগামীকাল মঙ্গলবার থেকে বাজারে নতুন দর কার্যকর হচ্ছে। সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে।

আন্তর্জাতিক বাজার এবং দেশে বুলিয়ন বাজারে স্বর্ণের দাম কিছুটা কমে আসায় দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে দুই দফা কমল স্বর্ণের দাম।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের স্বর্ণের দর ৭৩ হাজার ৬০০ টাকা। ১৮ ক্যারেট মানের দর ৬৩ হাজার ১০২ টাকা। সনাতনী স্বর্ণের দর ৫২ হাজার ৬০৪ টাকা। তবে রুপার দর এক হাজার ৫১৬ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে বিশ্ব বাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয় বুলিয়ন মার্কেটে খাঁটি স্বর্ণের সংকটের কারণ দেখিয়ে চলতি মার্সের শুরুর দিকে দুই দফায় স্বর্ণের দর ভরিতে চার হাজার ৩১৫ টাকা বাড়িয়েছিল বাজুস।

 

Comment here