আমরা এটার উত্তর দেব না, যে প্রসঙ্গে বললেন মির্জা ফখরুল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

আমরা এটার উত্তর দেব না, যে প্রসঙ্গে বললেন মির্জা ফখরুল

রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের খবর সামনে আসে। তবে, পরে বিএনপি জানায় পিটার হাসের সঙ্গে এ ধরনের কোনো বৈঠক হয়নি। আজ শুক্রবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ফখরুলের দৃষ্টি আকর্ষণ করা হলে এ বিষয়ে উত্তর দেবেন না বলে জানান তিনি।

পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এটার উত্তর দেব না। কালকে দিয়ে দিয়েছি। আমি আপনাদের একটাই অনুরোধ করব সব সময়, আমরা সবাই তো এ দেশের মানুষ। আমাদের প্রত্যেকেরই এই দেশের প্রতি, মাটির প্রতি, মানুষের প্রতি দায়িত্ব আছে।’

তিনি বলেন, ‘আপনারা সাংবাদিক, স্বাভাবিকভাবেই স্কুপ নিউজ খুঁজবেন। বাট এট দ্য সেম টাইম সেই বিষয়টাকে আমরা ডাইভার্ট করব না, যা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

গতকাল একাধিক সংবাদমাধ্যম সংবাদ প্রকাশিত করে, গুলশানের আমেরিকান ক্লাবে গতকাল বেলা পৌনে ১টার দিকে পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও দলটির একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করে। তবে সন্ধ্যার দিকে বিষয়টিকে ‘গুজব’ বলে দাবি করে বিএনপি।

গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে একটি বিভ্রান্তিকর সংবাদ বেরিয়েছে। আজ দুপুরে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করছেন—এই সংবাদটি মহাসচিবের দৃষ্টি গোচরে আসার পর তিনি আমাকে বলেছেন, এ ধরনের কোনো বৈঠক হয়নি, সম্পূর্ণ মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে।’

Comment here