আশ্রয়" সংগঠনের নতুন কমিটির সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আশ্রয়” সংগঠনের নতুন কমিটির সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়

মোঃমিশন আলী ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী ইসলাম সাথে “আশ্রয়” সংগঠনের নতুন কমিটির সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়।
এসময় “আশ্রয়” সংগঠনের কার্যক্রম ও আগামীর পরিকল্পনা সমূহ সম্পর্কে খোঁজ খবর নেন ও দিকনির্দেশনা প্রদান করেন। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার থেকে পদোন্নতি পেয়ে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক হয়েছেন শাম্মী ইসলাম ।
ads
সেই করণে “আশ্রয়” সংগঠনের পক্ষ থেকে আজ বেলা ১০ টার সময়    উপজেলা নির্বাহী অফিসারের নিজ কার্যলয়ে বিদায়ী সংর্বধনা ও অভিনন্দন জানানো হয়। এই সময় আশ্রয়” সংগঠনের সভাপতি  শুভ কুমার বিশ্বাস সহ সংগঠনের নতুন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comment here