শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের আন্তর্জাতিক সেমিনা অনুষ্ঠিত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের আন্তর্জাতিক সেমিনা অনুষ্ঠিত

সৈয়দ হুমায়ুন পারভেজ,শাহজাদপুর (সিরাজগঞ্জ) : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে সকাল ১০
টায় টেগোর লেকচার থিয়েটারে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিলো,
‘রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনঃ শান্তিনিকেতন ও শ্রীনিকেতন’। সেমিনারে বক্তা হিসেবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন
করেন, প্রখ্যাত লেখক ও গবেষক বিশ্বেন্দু নন্দ ও অত্রি ভট্টাচার্য। প্রবন্ধকার বিশ্বেন্দু নন্দ বলেন, প্রচলিত
শিক্ষাধারার প্রতি রবীন্দ্র নাথ ঠাকুরের আস্থা কম ছিলো বলেই তিনি নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে ভিন্ন ধারার
শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর শাহ মোঃ আজম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কবিগুরু শুধু কবি ছিলেন না,
তিনি শিক্ষক ছিলেন, শিক্ষা পরিকল্পক সর্বপরি শিক্ষা গবেষক। শিক্ষাকে প্রায়গীক করার চেষ্টা তিনি করেছিলেন
শ্রীনিকেতন প্রতিষ্ঠা করে। এ আন্তর্জাতিক সেমিনারে সভাপতিত্ব করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের
চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম।

Comment here