রাজনীতি

আ.লীগে নতুনদের সবাই অনুপ্রবেশকারী নয় : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগে নতুন যারা এসেছেন তারা সবাই অনুপ্রবেশকারী নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ads

 

 

দলে যারা নতুন এসেছে তাদের অনেকেরই ক্লিন ইমেজ রয়েছে মন্তব্য করে সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের পার্টিতে যারা এসেছে তারা সবাই অনুপ্রবেশকারী নয়। সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে যাদের সংশ্লিষ্টতার অভিযোগ আছে, শুধুমাত্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’

 

 

সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে জড়িত নেতাকর্মীদের কোনো অভিযোগ পেলে তা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জানান ওবায়দুল কাদের।

Comment here

Facebook Share