ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগ, যা বললেন নূর - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগ, যা বললেন নূর

নিজস্ব প্রতিবেদক : চলমান সরকারবিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে ও ক্ষমতাসীন নেতাকর্মীদের দুর্নীতি, লুটপাট, অর্থপাচার আড়াল করতে সরকার সমর্থকরা প্রোপাগাণ্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর। আজ বৃহস্পতিবার পল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগে নুরুল হক নূর বলেন, ‘বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ইসরায়েল থেকে গত অর্থবছরে সরকার প্রায় ৬০ কোটি টাকার গোয়েন্দা নজরদারি যন্ত্রপাতি ক্রয় করেছে। এর আগে ২০১৬ সালে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও কথিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার লোক মেন্দি সাফাদির সঙ্গে মিটিং হয়।’

নূর বলেন, ‘এসব বিষয়কে স্বাভাবিক করতে ও  ইহুদিদের দালাল হিসেবে প্রমাণ করতে এবং চলমান সরকারবিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতেইও এ ধরনের অপপ্রচার, প্রোপাগাণ্ডা ছড়াতে পারে।’

গণঅধিকার পরিষদের সদস্যসচিব বলেন,‘ ইসরায়েল থেকে ক্রয় করা গোয়েন্দা নজরদারি যন্ত্রের মাধ্যমে সরকার নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণ করে মানবাধিকার লঙ্ঘন করছে। আমি এ ধরনের কোনো মিটিংয়ে আমি অংশ নিইনি। আমাকে, আমাদেরকে নিয়ে অপপ্রচার, প্রোপাগাণ্ডা নতুন নয়। এর আগে অনেক অপপ্রচার ও প্রোপাগাণ্ডা ছড়িয়েছে। এসব অপপ্রচার, প্রোপাগাণ্ডা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা কিংবা আমাদেরকে দুর্বল করা যাবে না।’

নুরুল হক নূর বলেন, ‘মালয়েশিয়া,কানাডা,সিঙ্গাপুরের পর মধ্যপ্রাচ্য বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত এখন বাংলাদেশের অর্থ পাচারের স্বর্গরাজ্য। রাজনীতিবিদ, আমলা থেকে শুরু করে সরকারের অনেকেই এই অর্থ পাচারে জড়িত। সরকারের পৃষ্ঠপোষকতায় থাকা দুর্নীতিবাজ, অর্থপাচারকারী ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।’

ইসরায়েল থেকে ফোনে আড়িপাতার যন্ত্রপাতি ক্রয়, গোয়েন্দা নজরদারির নামে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণের প্রতিবাদ, মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত রাজবন্দীদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আগামীকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন বলে ঘোষণা দেন নুরুল হক নূর।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, আবু হানিফ, সাদ্দাম হোসেন, মালেক ফরাজী, মশিউর রহমান, তারেক রহমান, ফাতেমা তাসনিম, শহিদুল ইসলাম, ছাত্রঅধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, পেশাজীবী অধিকার পরিষদের সদস্যসচিব নিজাম উদ্দিন।

 

Comment here