সারাদেশ

ঈদের দিন সকালে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক : ঈদের দিন দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিনব্যাপী এই বৃষ্টি থাকার আশঙ্কা রয়েছে।

আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, সিলেট ও ​​ময়মনসিংহের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একটু বেশি বৃষ্টিপাত হবে। সেই তুলনায় দক্ষিণে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে।

রাজধানীতে সকালে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এর পরিমাণ কম। তবে বিকেল ও রাতে আরও বৃষ্টি হতে পারে।

গতকাল রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় মাদারীপুর ও রাঙামাটিতে ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সঙ্গে আজ সকালে ঢাকায় ঘণ্টায় ৪৯ কিলোমিটার বেগে ঝাড়ো হাওয়া বয়ে গেছে। আজকের আবহাওয়া স্বাভাবিক থাকবে। বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা থাকলেও এর পরিমাণ উত্তর দিকে বেশি।

 

Comment here

Facebook Share