সারাদেশ

ঈদে চলবে না রংপুর এক্সপ্রেস

ঢাকা-রংপুর-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস আগামী ৯ ও ১১ জুলাই চলাচল করবে না।

রেলওয়ের লালমনিরহাট বিভাগে কর্মরতদের মধ্যে কোন অমুসলিম কর্মচারী না থাকায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।


রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেন্ট আব্দুল আউয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, লালমনিরহাট সেকশনে কর্মরতদের মধ্যে কোন অমুসলিম রানিং কর্মচারী না থাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনটি ৯ জুলাই এবং ১১ জুলাই রংপুর-ঢাকা রুটে চলাচল করবে না।


চিঠিটি আব্দুল আউয়াল রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজারের পক্ষে জারি করেছেন বলেও উল্লেখ করা হয়।

ওই চিঠিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়েছে।

Comment here

Facebook Share