শিক্ষাঙ্গন

উদীচী জবি সংসদের ৬ষ্ঠ সম্মেলন

জবি প্রতিনিধি : ‘বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি’-এই প্রতিপাদ্যে সাংস্কৃতিক সংগঠন উদীচী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সদস্য ও বরেণ্য নাট্যব্যক্তিত্ত্ব শংকর সাওজাল।
সম্মেলনের উদ্বোধনী পর্বের সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক ও উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের ৫ম কমিটির সাধারণ সম্পাদক নুর হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ এবং কথাসাহিত্যিক জাকির তালুকদার।
উদ্বোধকের আলোচনায় শংকর সাওজাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ঐতিহ্য, গৌরবময় ইতিহাস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চার স্মৃতিচারণ করেন। মুজিববর্ষ, ভাষার মাস সবমিলিয়ে অসাধারণ একটি সময়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। এর পরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের কর্মী ও সদস্যরা গান ও নৃত্য পরিবেশন করেন।
ভাষা আন্দোলনের তাৎপর্যময়তা, আগত বসন্ত ঋতু এবং সম্মেলন এসব বিষয়ের সমন্বয়ে সাজানো হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও সংগঠনটির কার্যালয়ে সম্মেলন অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কংকন নাগ এবং শরিফুল আহসান রিফাত।
৬ষ্ঠ সম্মেলনের মাধ্যমে উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদে সভাপতি নির্বাচিত হয়েছেন অনিক সাহা সুমিত। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শ্রেয়শ্রী সরকার।
নির্বাচনী কমিটির প্রস্তাবনা সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর নব গঠিত কমিটির সকলকে শপথ পাঠ করান বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় প্রতিনিধি কংকন নাগ।

Comment here

Facebook Share