উপসচিব হলেন ২২০ কর্মকর্তা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

উপসচিব হলেন ২২০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : প্রশাসন ক্যাডারে একীভূত হওয়া বিসিএস ইকোনমিক ক্যাডারের ২২০ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সিনিয়র সহকারী সচিব পদের এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি দিয়ে নিয়মানুযায়ী তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বাংলাদেশ দূতাবাসের তিনজন কর্মকর্তা রয়েছেন। তারা হলেন থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মোহাম্মদ খায়রুল হাসান, ইতালিতে ইকনোমিক কাউন্সিলর মানুষ মিত্র এবং দক্ষিণ কোরিয়ার কর্মাশিয়াল কাউন্সিলর ড. মো. মিজানুর রহমান।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত শাহ মোহাম্মদ মাহবুবও পদোন্নতি পেয়ে উপসচিব হয়েছেন। বাকিরা বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে প্রধান, সিনিয়র সহকারী প্রধান, উপপ্রধান, যুগ্মপ্রধান পদে কর্মরত আছেন।

এর আগে ২০১৮ সালের ১৩ নভেম্বর ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারে একীভূত করে গেজেট জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে এই ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেয়ে উপসচিব হলেন।

Comment here