একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :দেশের বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় এ ফলাফল সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওয়েবসাইটে এই লিংকে প্রবেশ করে রোল নম্বর ও রেজিস্টেশন নম্বর দিয়ে শিক্ষার্থীরা কলেজে ভর্তির ফল দেখতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, সন্ধ্যা ৬টায় ফল প্রকাশের পর থেকে নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে মেসেজ পাঠানো শুরু হয়েছে। আশা করছি, রাত ৯টার মধ্যে সবাইকে মেসেজ পাঠানো সম্ভব হবে।

ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।

পরবর্তী সময়ে মাইগ্রেশন নিতে হলে শিক্ষার্থীকে নতুন করে রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে, একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয় গত ৮ জানুয়ারি থেকে। যা ২৩ জানুয়ারি শেষ হয়। ভর্তি কার্যক্রম শেষে ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা রয়েছে।

উল্লেখ্য, এবার ১৫ লাখ ৭৬ হাজার ১৪১ জন শিক্ষার্থী একাদশে ভর্তির জন্য আবেদন করেছিল। এর মধ্যে ১৪ লাখ ৫৭ হাজার ২২৬ জন নির্বাচিত হয়েছে।

গত ৩০ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে পাস করেছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। গড় পাস করেছে ৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী।

 

Comment here