একুশে পদক পেলেন সূফী মিজানুর রহমান - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

একুশে পদক পেলেন সূফী মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক : সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ একুশে পদক পেয়েছেন দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক আলহাজ্ব সূফী মোহাম্মদ মিজানুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তার হাতে একুশে পদক তুলে দেন।

সূফী মোহাম্মদ মিজানুর রহমান ১৯৪৩ সালের ১২ মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাঞ্চনগ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম দায়েম উদ্দিন ও মা রাহাতুন্নেসা। সূফী মোহাম্মদ মিজানুর রহমান প্রজ্ঞাময় ও দূরদৃষ্টি সম্পন্ন সফল শিল্প উদ্যোক্তা। ‘বিজনেস পারসন অব দ্যা ইয়ার’, ‘প্রাইড অব চিটাগং’, ‘কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি অ্যাওয়ার্ড’, ‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড’সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি।

ইন্দোনেশিয়া সরকার সূফী মোহাম্মদ মিজানুর রহমানকে দেশটির অনারারি কনসাল হিসেবে বাংলাদেশে নিযুক্ত করেছেন। বুদ্ধিমত্তা, সৃজনশীল ও শ্রম সাধনায় সূফী মোহাম্মদ মিজানুর রহমান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সফল শিল্প উদ্যোক্তা হিসেবে। অবদান রাখছেন শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির অগ্রজাত্রায়।

ব্যক্তি জীবনে সূফী মোহাম্মদ মিজানুর রহমান সাত ছেলে ও এক মেয়ের জনক।

প্রসঙ্গত, সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য একুশজন বিশিষ্ট ব্যক্তিকে ’একুশে পদক’ প্রদান করে থাকে।

Comment here