এক দিন ছুটি নিলেই কাটানো যাবে চার দিন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

এক দিন ছুটি নিলেই কাটানো যাবে চার দিন

আগামী ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি হবে থাকবে পরের দিন ২৬ ফেব্রুয়ারি।

সাধারণত সরকারের নির্বাহী আদেশে দেশে শবে বরাত উপলক্ষে ছুটি দেওয়া হয়। অন্যদিকে, ২১ ফেব্রুয়ারির সরকারি ছুটি পড়েছে আগের সপ্তাহের বুধবারে। ফলে সরকারি চাকরিজীবী ও ব্যাংক কর্মীরা ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বা শবে বরাতের ছুটির আগের দিন ২৫ ফেব্রুয়ারি (রবিবার) একদিন ছুটি নিলেই টানা চার দিন ছুটি কাটাতে পারবেন।

গত বছরের ২৫ অক্টোবর ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যেখানে ২৬ ফেব্রুয়ারি শবে বরাতের ছুটি ঘোষণা করা হয়। যদিও আরবি মাস সম্পর্কিত ছুটিগুলো সবসময়ই চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

আজ সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা কমিটির সভা শেষে শবে বরাতের তারিখ ঘোষণা দেয় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। তারা জানায়, আগামী ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

আজ রবিবার বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

Comment here