ঢাকাসমগ্র বাংলা

এবার র‌্যাবের অভিযান ধানমন্ডি ক্লাবে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র ক্লাবে পর এবার ধানমন্ডি ক্লাবে অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে ধানমন্ডির ১২ নম্বর রোডের মেট্রো শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় অবস্থিত ধানমন্ডি ক্লাবে অভিযান শুরু করে র‌্যাব।

র‌্যাব-২-এর অপারেশন অফিসার সাইফুল ইসলাম মালিক দৈনিক আমাদের সময় অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কলাবাগান ক্লাবের পর এবার ধানমন্ডি ক্লাবে অভিযান শুরু করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম।

এর আগে আজ বিকেল থেকে কলাবাগান ক্রীড়া চক্র ক্লাব ঘিরে রাখে র‌্যাব। পরে সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ক্যাসিনো খেলার সরঞ্জামাদিসহ অনেক কিছুই উদ্ধার করা হয়। সেখান থেকে ক্লাবটির সভাপতি শফিকুল আলমসহ পাঁচজনকে আটক করে র‌্যাব-২।

গত ১৮ সেপ্টেম্বর অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে র‌্যাবের হাতে আটক হন ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। অস্ত্র ও মাদকের পৃথক দুটি মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Comment here

Facebook Share