এবার লকডাউন হচ্ছে মৌলভীবাজার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

এবার লকডাউন হচ্ছে মৌলভীবাজার

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এবার মৌলভীবাজার জেলাকে লকডাউন করা হচ্ছে। আজ সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন মৌলভীবাজারকে লকডাউন করার আদেশ দেন। এর আগে নারায়ণগঞ্জ-কুমিল্লাসহ বিভিন্ন জেলা লকডাউন করা হয়।

জেলা প্রশাসক বলেন, ‘আজ বিকেল ৫টা থেকে মৌলভীবাজার জেলা লকডাউন করা হবে। এরপর জেলায় প্রবেশ ও বের হওয়া যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। নির্দেশনা বাস্তবায়ন করবে পুলিশ প্রশাসন।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ মৌলভীবাজারে প্রবেশ করতে কিংবা বের হতে পারবে না। জেলার অভ্যন্তরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় আসা যাওয়া করা যাবে না।’

আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে নাজিয়া শিরিন বলেন, ‘আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি লকডাউনের আওতাবহির্ভূত থাকবে।’

Comment here