ওয়ারীর যেসব সড়ক লকডাউন হবে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ওয়ারীর যেসব সড়ক লকডাউন হবে

মোহাম্মদ মোস্তফা, ঢাকা : রাজধানীর ওয়ারী এলাকায় তিনটি প্রধান সড়ক এবং পাঁচটি গলিপথ লকডাউনের আওতায় আসবে। প্রধান সড়কগুলো হলো টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড এবং জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন পর্যন্ত।

গলিপথগুলোর মধ্যে রয়েছে লারমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, র‌্যাংকিন রোড ও নবাব রোড।

এ সব কটি সড়ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডে পড়েছে।

জানা গেছে, ২৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বরাবর পাঠানো চিঠিতে ওয়ারী এলাকার এই সড়কগুলো লকডাউনের আওতায় থাকবে বলে উল্লেখ করা হয়। চিঠিটি ডিএসসিসির সচিব দপ্তর থেকে ২৪ জুন গ্রহণ করা হয়।

ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় কারিগরি গ্রুপের ২২ জুন গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকার (ম্যাপ সংযুক্ত) উল্লেখিত সড়কগুলোকে রেড জোনের আওতায় এনে বাস্তবায়ন গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে অবহিত করা প্রয়োজন।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগে চার দিন আগে এই চিঠি দেওয়া হলেও এখনো স্বাস্থ্যসেবা বিভাগ থেকে দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকায় লকডাউন বাস্তবায়ন করার নির্দেশনা জানিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে রোববার রাতে দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে সংস্থাটির প্রধান নিবার্হী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, এ বিষয়ে সিটি করপোরেশন এখনো কোনো চিঠি পায়নি। হয়তো কাল সোমবার পেতেও পারে।

এর আগে গত শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ঢাকা মহানগরীর ওয়ারীর নির্ধারিত এলাকা চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে। আর পূর্ব রাজাবাজারের রেড জোন চলমান আছে।

ওয়ারীতে লকডাউন বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান রোববার রাতে প্রথম আলোকে বলেন, তিনি এখনো লকডাউন বাস্তবায়নের বিষয়ে করপোরেশন থেকে কোনো নির্দেশনা পাননি।

Comment here