নাটোরের বাগাতিপাড়া জামনগরে বিভিন্ন গ্রাম স্বেচ্ছায় লকডাউন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

নাটোরের বাগাতিপাড়া জামনগরে বিভিন্ন গ্রাম স্বেচ্ছায় লকডাউন

খাদেমুল ইসলাম,  বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ- করোনা ভাইরাস সংক্রমণ রোধে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা, হাঁপানিয়া ফকিরপাড়া, মোল্লাপাড়া, ঘোষপাড়া, মন্ডল পাড়া,  এই চরটি গ্রমে আজ সন্ধায় স্বেচ্ছায় লকডাউন ঘোষণা করেছে।
গ্রামের গুরুত্বপূর্ণ ডাল সড়ক প্রবেশপথ খুটি পুতে বাঁশ দিয়ে বেধেঁ বন্ধ করে দিয়েছে গ্রামবাসী ।
গ্রামবাসী বলেনস্বেচ্ছায় লকডাউন ঘোষিত গ্রামগুলো থেকে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না।
 আবার বাইরের কাউকেও  প্রবেশ করতে দেয়া হবেনা বলে জানায় গ্রামবাসী।
 শুক্রবার ( ১০ সেই এপ্রিল) সন্ধায় এসব গ্রামে গিয়ে লকডাউনের এ দৃশ্য চোখে পড়ে।
স্থানীয়রা জানান, সরকারি নির্দেশনা ভেঙে আশপাশের গ্রাম থেকে লোকজন আড্ডা দিতে আসছেন, এবং ফরিদপুর, ঢাকা, বিভিন্ন জায়গায় হতে অনেক মানুষ রাতের আধাঁরে এসে দেখা যাচ্ছে,  তারা গ্রামের মানুষে মাঝে ঘুরাঘুরি করছে।
এতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।
তাই আমরা নিজেরাই লকডাউন ঘোষণা করেছি।
গ্রামে গিয়ে দেখা যায়, স্থানীয় ‘নবীনদের উদ্দোগে স্থানীয় যুবকেরা গ্রামগুলোর প্রবেশপথে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। সেখানে একটি নোটিশ টাঙিয়ে দিয়েছেন। নোটিশে লেখা আছে, বহিরাগতদের এবং দূর হতে আশা ব্যাক্তিদের গ্রামে প্রবেশ নিষেধ।
গ্রামের প্রবেশপথে যুবকেরা নিরাপদ দূরত্ব রেখে অবস্থান করছেন।
তারা অপ্রয়োজনে গ্রামের বাইরে যেতে নিরুৎসাহিত করছেন।
এদিকে গ্রমের কিছু লোকজন যুবকদের এই লকডাউন করেছে কেন এ বিষয়ে তারা যুবকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়েছে।
মুঠোফোনে জানিয়েছেন  গণম্যাধম কর্মিদের।
ওই গ্রামবাসী যুবকেরা মুঠোফোনে লালপুর, বাগাতিপাড় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল এমপি, নাটোর -১ বিষয়টা জানলে তিনি বলেন, তোমার সচেতন মূলক কাজ করে যাও কিছু লোক ভালো কাজে বাঁধা দেবে, এলাকাবাসী সকলে সচেতন না হলে প্রশাসন, মিডিয়া, একা কিভাবে রোধ করবে।

Comment here