বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানী-রপ্তানী বন্ধ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানী-রপ্তানী বন্ধ

মোঃ আওয়ালহোসেন-বেনাপোল প্রতিনিধি  : মঙ্গলবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে সব ধররনের আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে।
স্হানীয় ব্যাবসায়ীরা জানায়,
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বন্দরের সিএন্ডএফ এজেন্টের স্টাফদের ভারতে প্রবেশ করতে না দেওয়ায় মঙ্গলবার সকাল থেকে আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে।
তবে কাস্টমসের কর্মকর্তরা আমদানী-রপ্তানী চালু করতে ভারতীয় পেট্রাপোল বন্দরের কাস্টমস কর্মকর্তাদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কাস্টমসের কর্মকর্তারা।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টের কর্মচারী আনিসুর রহমান জানান,সকালে মালামাল রপ্তানীর জন্য কাগজপত্র নিয়ে পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে গেলে হঠাৎ করে বিএসএফ এর বাধার মুখে পড়ি।
শুধু আমি নয়, এরকম প্রত্যেক কর্মচারী বিএসএফের বাধার কারণে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে পারেনি। যে কারণে মুহুর্তের মধ্যে ভারতের সাথে সব ধরনের আমদানী রপ্তানী বন্ধ হয়ে যায়।
সি এন্ডএফএজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন জানান , সকাল থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সিএন্ডএফ কর্মচারীদের পেট্রাপোল বন্দরে ঢুকতে না দেওয়া সকাল থেকে ভারতের সাথে আমাদানী-রপ্তানী বন্ধ রয়েছে।
তবে কি কারণে তারা স্টাফদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না তা এখনো জানা যায়নি।
বিষয়টি নিয়ে কাস্টমসের উর্দ্বোতন কর্মকর্তাদের সাথে আলোচনা করা হয়েছে।
তার ভারতীয় কাস্টমসের সাথে যোগাযোগ চালাচ্ছে বলে তিনি জানান।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার
সহকারী কমিশনার উত্তম চাকমা
জানান, সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা যাতে তাড়া তাড়ি ভারতে প্রবেশ করতে পারে সেই চেষ্টা চালানো হচ্ছে।
তবে ধারণা করা হচ্ছে সে দেশে আমেরিকান প্রেসিডেন্ট সফরের কারণে সীমান্ত জুড়ে কঠোর নজরদারীর ফলে বাংলাদেশ থেকে কোন সিএন্ডএফ কর্মচারীকে ভারতে ঢুকতে দিচ্ছে না।

Comment here