ওয়াসার গাড়ির চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

ওয়াসার গাড়ির চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

ঢামেক প্রতিবেদক : রাজধানীর ওয়ারীতে ওয়াসার গাড়ির চাপায় আবির (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আবির ওয়ারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘এ ঘটনায় চালককে আটক ও গাড়িটিকে জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই স্কুলছাত্রের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন,‘আজ তার স্কুলে একটি অনুষ্ঠান ছিল। আবির সে অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে বলধা গার্ডেনের পাশে ওয়াসার একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে প্রাণ হারায়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।’

সাইফুল ইসলাম জানান, আবির কুমিল্লার বড়ুরা উপজেলার মো. হানিফ মিয়ার ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়। বর্তমানে ওয়ারীর ৫৩/৪ জয়কালী মন্দির এলাকায় পরিবারের সঙ্গে থাকতো সে। তার বাবা নবাবপুরে মেশিনারি পার্টসের ব্যবসা করেন।

Comment here