নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে পুলিশের গুলিতে সিনহা মো. রাশেদ খান নামে সাবেক এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তিনি অবসরপ্রাপ্ত মেজর ছিলেন। পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে সিনহা মো. রাশেদ খান পাহাড়ে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শাপলাপুর চেকপোস্ট পার হওয়ার সময় পুলিশ তাকে থামায়।
এ সময় তল্লাশির একপর্যায়ে ধস্তাধস্তির সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। পরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারেন, তিনি অবসরপ্রাপ্ত মেজর ছিলেন।
এ ব্যাপারে কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসাইন ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমারের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
Comment here