চট্টগ্রামসমগ্র বাংলা

কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে পুলিশের গুলিতে সিনহা মো. রাশেদ খান নামে সাবেক এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তিনি অবসরপ্রাপ্ত মেজর ছিলেন। পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে সিনহা মো. রাশেদ খান পাহাড়ে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শাপলাপুর চেকপোস্ট পার হওয়ার সময় পুলিশ তাকে থামায়।

এ সময় তল্লাশির একপর্যায়ে ধস্তাধস্তির সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। পরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারেন, তিনি অবসরপ্রাপ্ত মেজর ছিলেন।

কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমান জানান, গতকাল রাত ২টার দিকে টেকনাফ থানা পুলিশ সিনহা মো. রাশেদ খানকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

এ ব্যাপারে কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসাইন ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমারের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Comment here

Facebook Share