করোনার উপসর্গ কম দেখা যায় ধূমপায়ীদের দেহে! - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

করোনার উপসর্গ কম দেখা যায় ধূমপায়ীদের দেহে!

নিজস্ব প্রতিবেদক : মানুষের অত্যন্ত খারাপ অভ্যাসগুলোর অন্যতম হলো ধূমপান। শুধু তাই নয়, যেকোনো রোগের ক্ষেত্রেই একজন ধূমপায়ীর আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে অন্যদের চেয়ে অনেক বেশি। কারণ দীর্ঘ সময় ধূমপানে ফুসফুসসহ অনেক দেহযন্ত্রই বিকল হয়ে পড়ে।

ফ্রান্সের একটি গবেষণার বরাত দিয়ে রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল বলছে ভিন্ন কথা। এক প্রতিবেদনে বলা হয়েছে, একজন ধূমপায়ী করোনাভাইরাসে আক্রান্ত হলে তিনি অন্যদের মতো মারাত্মক অসুস্থ হবেন না।

ফ্রান্সের ওই চিকিৎসা গবেষকরা বলছেন, প্রতিদিন যারা ধূমপান করে, তাদের মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ খুব কমই পরিলক্ষিত হয়। তারা বলেন, আমাদের এ গবেষণা খুব শক্তভাবেই প্রমাণ করেছে যে, সাধারণ রোগীর চেয়ে দৈনন্দিন ধূমপায়ীদের দেহে করোনার উপসর্গ কম দেখা যায়। এমনকি তারা কোভিড-১৯ রোগে অন্যদের মতো মারাত্মক অসুস্থ হন না।

প্যারিস হসপিটালে ভর্তি করোনায় আক্রান্ত ৩৪৩ জনের মধ্যে চালানো জরিপে দেখা যায়, তাদের মধ্যে মাত্র ৫ শতাংশ লোক ধূমপান করতেন। অথচ ফ্রান্সের সাধারণ মানুষের মধ্যে ধূমপায়ীর হার ৩৫ শতাংশ।

এ বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, ভাইরাস দেহের কোষে প্রবেশের ক্ষেত্রে নিকোটিন বাধা দেয়। তবে গবেষণা এখনো অসম্পূর্ণ।

গবেষণার সহপরিচালক ও ইন্টারনাল মেডিসিনের অধ্যাপক ডা. জহির আমুরা বলেন, ‘আমরা এ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করব। তাই সাধারণ মানুষকে বলব, এ কথা শুনে আপনারা আবার সিগারেট কিনতে দোকানে দৌড়াবেন না।’

তবে আরেক গবেষণা থেকে যুক্তরাজ্যের হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক বলেন, ‘পূর্বের গবেষণাগুলো থেকে এটা একেবারেই স্পষ্ট যে, ধূমপায়ী করোনাভাইরাসে আক্রান্ত হলে বেশি ঝুঁকিতে থাকে।’

Comment here