চিকিৎসাধীন সাড়ে ২৩ হাজার রোগী মৃত্যু ঝুঁকিতে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

চিকিৎসাধীন সাড়ে ২৩ হাজার রোগী মৃত্যু ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী চিকিৎসাধীন ২৩ হাজার ৩২৩ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক। তারা মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। এমন তথ্যই প্রকাশ করেছে সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্সে’র পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ড ওমিটার

ওয়ার্ল্ড ওমিটারের তথ্য মতে, মৃত্যু ঝুঁকিতে থাকা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি স্পেনে। স্পেনে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৪ হাজার ১৬৫ জন রোগী। তার পরেই রয়েছে ফ্রান্স এবং ইতালি। ফ্রান্সে ৩ হাজার ৭৮৭ জনের অবস্থা গুরুতর এবং ইতালিতে সঙ্কটাপন্ন অবস্থায় আছেন ৩ হাজার ৭৩২ জন।

আক্রান্তের দিক থেকে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে অধিক মৃত্যুর ঝুঁকিতে রয়েছে ২ হাজার ৪৯৪ জন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে। ভাইরাসটির সংক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৩৭০ জন। সারা বিশ্বে ৫ লাখ ৯৬ হাজার ৭২৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৩ হাজার ৩৫৫ জন।

Comment here