করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু, ৮৯০৮ পরীক্ষায় শনাক্ত ১৫৩২ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু, ৮৯০৮ পরীক্ষায় শনাক্ত ১৫৩২

নিজস্ব প্রতিবেদক : দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে মারা গেছে ২৮ জন। শনাক্ত হয়েছে ১ হাজার ৫৩২ জন এবং সুস্থ হয়েছে ৪১৫ জন।

আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৪৭টি  ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ৯ হাজার ১৮৪টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করেছি ৮ হাজার ৯০৮টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৫৩২ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৩১ হাজার ৭৩৭ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৪৮০ জন। সুস্থ হয়েছে ৪১৫ জন। মোট সুস্থ হয়েছে ৬ হাজার ৯০১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।’

এর আগে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৮৭৩ জন, মৃত্যু হয় ২০ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Comment here