করোনায় কর্মহীনদের পাশে স্বেচ্ছাসেবক লীগ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

করোনায় কর্মহীনদের পাশে স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে কর্মহীন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে থানা স্বেচ্ছাসেবক লীগ। সরকারি নির্দেশনা মেনে ত্রাণসামগ্রী বিতরণ করছে সংগঠনটির নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পল্লবী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন রোমানের উদ্যোগে ৩০০ পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।

পল্লবীর ডুইপনগর নুরানী জামে মসজিদ ও ডুইপনগর বাড়িমালিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন রোমান বলেন, করোনা ইস্যুতে কর্মহীন অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। গণহারে সব সাহায্যপ্রার্থীদের বিবেচনায় না এনে স্থানীয় পর্যায়ের শ্রমজীবী যারা কাজ করতে পারছেন না, তাদের শনাক্ত করে তালিকা করা হয়েছে।

সাহায্যপ্রার্থী ৩০০ জনের প্রত্যেককে চার কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল, এক কেজি লবণ ও এক কেজি করে আটা দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব মেনে শনাক্ত পরিবারের কয়েকজনকে রাস্তায় এবং কয়েকজনকে বাসায় গিয়ে এ ত্রাণ দেওয়া হয় বলেও জানান ইব্রাহিম হোসেন রোমান।

Comment here